Posts

Showing posts from May, 2023

LC CLUSE F31D

  আস সালামু আলাইকুম। Date : 04.05.2023 Part : 05 F31D: মুলত এ Clause - এ LC Expiry এর তারিখ এবং কোন দেশের তারিখ অনুযায়ী LC Expiry হবে সেটা উল্লেখ্য থাকে। যেহেতু LC international business এ ব্যবহার হয় তাই দেশভেদে সময়ের ব্যবধান হতে পারে সেই জন্য এক্সপাইরি দেশের নামও উল্লেখ্য থাকে। সাধারণত এলসি ৩ মাসের জন্য হয়ে থাকে। প্রয়োজন স্বাপেক্ষে অধিক সময়ের জন্যও করা হয়। Expiry দেশ : এটি সাধারণত বেনিফিসিয়ারি দেশেই হয়ে থাকে , যাহা বেনিফিসিয়ারির ব্যাংক হয়ে থাকে বা অন্য দেশের ব্যাংকেও বেনিফিসিয়ারি এলসিটি নিতে পারে , যদি তাদের sister or any company থাকে। অনেক এলসিতে at negotiating bank counter mention থাকে। F50: Applicant: এখানে আমদানিকারকের নাম ঠিকানা উল্লেখ্য থাকে। যিনি importer তাহার নাম উল্লেখ্য থাকে। F59: Beneficiary : এখানে বেনিফিসিয়ারির / রপ্তানিকারকের নাম উল্লেখ্য থাকে। F32B : CURRENCY CODE, AMOUNT. এখানে Currency code and LC value লিখা থাকে। Currency code হলো যেমন : আমেরিকান ডলার...

LC - F31C: Date of Issue.

  আস সালামু আলাইকুম। Date : 12.04.2023 Part : 04 F31C: Date of Issue. এখানে এলসি ইস্যুর তারিখ উল্লেখ্য থাকে। এলসিতে মূলত এই তারিখ অনুযায়ী quarter count করা হয় , এবং ব্যাংক এই quarter অনুযায়ী এলসির কমিশন নিয়ে থাকে। কমিশন ব্যাংক অনুযায়ী কমবেশি হতে পারে। সরকারি ব্যাংকে তুলনামূলক কমিশন সহ খরচ কম হয়ে থাকে। 1st Quarter সময়সীমা : এলসি ইস্যুর তারিখ থেকে Expired date পর্যন্ত ৯০ দিন সময়কে 1st Quarter হিসাবে ধরা হয়। অনেক সময় Exporter / বেনিফিসিয়ারি ৯০ দিনের মধ্যে শিপমেন্ট করতে ব্যার্থ হলে , shipment date Extend করতে চায় এতে এলসিটি 2nd quarter এ পরে যায় এবং এলসির খরচ বেড়ে যায়। তারমানে 2n quarter এর জন্য ব্যাংক কমিশন charges করবে। Note : Deferred / Upas এবং sight এলসির কমিশন ব্যাংক অনুযায়ী কমবেশি থাকতে পারে। ব্যাংকের সাথে আলোচনা করলে ব্যাংক সব জানিয়ে দিবে। F40E: APPLICABLE RULES: এখানে এলসিটি UCP কোন version অনুযায়ী করা হয়েছে এই বিষয়টি উল্লেখ্য থাকে। ( ICC, UCP, URR etc সম্পর...