LC CLUSE F31D
আস সালামু আলাইকুম। Date : 04.05.2023 Part : 05 F31D: মুলত এ Clause - এ LC Expiry এর তারিখ এবং কোন দেশের তারিখ অনুযায়ী LC Expiry হবে সেটা উল্লেখ্য থাকে। যেহেতু LC international business এ ব্যবহার হয় তাই দেশভেদে সময়ের ব্যবধান হতে পারে সেই জন্য এক্সপাইরি দেশের নামও উল্লেখ্য থাকে। সাধারণত এলসি ৩ মাসের জন্য হয়ে থাকে। প্রয়োজন স্বাপেক্ষে অধিক সময়ের জন্যও করা হয়। Expiry দেশ : এটি সাধারণত বেনিফিসিয়ারি দেশেই হয়ে থাকে , যাহা বেনিফিসিয়ারির ব্যাংক হয়ে থাকে বা অন্য দেশের ব্যাংকেও বেনিফিসিয়ারি এলসিটি নিতে পারে , যদি তাদের sister or any company থাকে। অনেক এলসিতে at negotiating bank counter mention থাকে। F50: Applicant: এখানে আমদানিকারকের নাম ঠিকানা উল্লেখ্য থাকে। যিনি importer তাহার নাম উল্লেখ্য থাকে। F59: Beneficiary : এখানে বেনিফিসিয়ারির / রপ্তানিকারকের নাম উল্লেখ্য থাকে। F32B : CURRENCY CODE, AMOUNT. এখানে Currency code and LC value লিখা থাকে। Currency code হলো যেমন : আমেরিকান ডলার...