LC CLUSE F31D
আস সালামু আলাইকুম।
Date : 04.05.2023
Part : 05
F31D: মুলত এ Clause - এ LC Expiry এর তারিখ এবং কোন দেশের তারিখ অনুযায়ী LC Expiry হবে সেটা উল্লেখ্য থাকে।
যেহেতু LC international business এ ব্যবহার হয় তাই দেশভেদে সময়ের ব্যবধান হতে পারে সেই জন্য এক্সপাইরি দেশের নামও উল্লেখ্য থাকে।
সাধারণত এলসি ৩ মাসের জন্য হয়ে থাকে।
প্রয়োজন স্বাপেক্ষে অধিক সময়ের জন্যও করা হয়।
Expiry দেশ : এটি সাধারণত বেনিফিসিয়ারি দেশেই হয়ে থাকে, যাহা বেনিফিসিয়ারির ব্যাংক হয়ে থাকে বা অন্য দেশের ব্যাংকেও বেনিফিসিয়ারি এলসিটি নিতে পারে, যদি তাদের sister or any company থাকে। অনেক এলসিতে at negotiating bank counter mention থাকে।
F50: Applicant: এখানে আমদানিকারকের নাম ঠিকানা উল্লেখ্য থাকে।
যিনি importer তাহার নাম উল্লেখ্য থাকে।
F59: Beneficiary : এখানে বেনিফিসিয়ারির/ রপ্তানিকারকের নাম উল্লেখ্য থাকে।
F32B : CURRENCY CODE, AMOUNT.
এখানে Currency code and LC value লিখা থাকে।
Currency code হলো যেমন : আমেরিকান ডলারের ক্ষেত্রে USD, ইউরোর ক্ষেত্রে EUR.
Thanks,
MD. NIZAN UDDIN
Sr. Manager Commercial & Accounts.
Echo Corporation.
01918-989239 (WhatsApp)
অভিজ্ঞদের পরামর্শ থাকলে জানাবেন দয়া করে।
Comments
Post a Comment