LC - F31C: Date of Issue.

 আস সালামু আলাইকুম।

Date : 12.04.2023

Part : 04

F31C: Date of Issue.

এখানে এলসি ইস্যুর তারিখ উল্লেখ্য থাকে। এলসিতে মূলত এই তারিখ অনুযায়ী quarter count করা হয়, এবং ব্যাংক এই quarter অনুযায়ী এলসির কমিশন নিয়ে থাকে।

কমিশন ব্যাংক অনুযায়ী কমবেশি হতে পারে। সরকারি ব্যাংকে তুলনামূলক কমিশন সহ খরচ কম হয়ে থাকে।

1st Quarter সময়সীমা:

এলসি ইস্যুর তারিখ থেকে Expired date পর্যন্ত ৯০ দিন

সময়কে 1st Quarter হিসাবে ধরা হয়। অনেক সময় Exporter / বেনিফিসিয়ারি ৯০ দিনের মধ্যে শিপমেন্ট করতে ব্যার্থ হলে, shipment date Extend করতে চায় এতে এলসিটি 2nd quarter পরে যায় এবং এলসির খরচ বেড়ে যায়। তারমানে 2n quarter এর জন্য ব্যাংক কমিশন charges করবে।

Note : Deferred / Upas এবং sight এলসির কমিশন ব্যাংক অনুযায়ী কমবেশি থাকতে পারে। ব্যাংকের সাথে আলোচনা করলে ব্যাংক সব জানিয়ে দিবে।

F40E: APPLICABLE RULES:

এখানে এলসিটি UCP কোন version অনুযায়ী করা হয়েছে এই বিষয়টি উল্লেখ্য থাকে।

( ICC, UCP, URR etc সম্পর্কে পরবর্তী সময়ে আলোচনা থাকবে ইংশা আল্লাহ)

N.B: আলোচনার ধারাবাহিকভাবে চলতে থাকবে ইংশা আল্লাহ। ব্যাস্ততার কারণে দেরি হতে পারে।

সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

Thanks,

MD. NIZAN UDDIN

Sr. Manager Commercial & Accounts.

Echo Corporation.

01918-989239 (WhatsApp)

অভিজ্ঞদের পরামর্শ থাকলে জানাবেন দয়া করে।

Comments

Popular posts from this blog

H.S Code Vs Export and Import

Definition of Letter of Credit

DCCI MEMBERSHIP PROCESS