SWIFT-(Society for Worldwide Inter-bank Financial Telecommunications)
SWIFT
SWIFT-(Society for Worldwide Inter-bank Financial Telecommunications) হচ্ছে বিশ্বব্যাপী আন্তঃব্যাংক অর্থনৈতিক বার্তা প্রেরণের নিমিত্তে গঠিত একটি সমিতি। সদস্য ব্যাংকগুলো নিয়ে এ'টি গঠিত। আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক বার্তা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে দ্রুততম পদ্ধতিতে এবং দক্ষতার সাথে সুইফট এর মাধ্যমে প্রেরণ করা হয়।
সুইফট ব্যবহারে খরচ কম। এটি দ্রুতগামী এবং টেলেক্স-এর চেয়ে অধিকতর নিরাপদ। সুইফট বার্তার জন্য নির্দিষ্ট ফিল্ড ও ফরমেট রয়েছে। এসব ফিল্ড/ফরমেটের অধীনে ঋণপত্র, সংশোধনী, তৃতীয় কোন ব্যাংকের ঋণপত্র প্রেরণ, ঋণপত্র ট্রান্সফার, রিইমবার্সমেন্ট ক্ষমতা অর্পণ, রিইমবার্সমেন্ট দাবী উত্থাপন, ইত্যাদি ইস্যু/প্রেরণ করা যায়।
ব্যাংকে হাতে কলমে কাজ করতে গিয়ে অনেকেই সুইফট কোড নাম্বার সঠিকভাবে না জানার কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হন। তাই LC জন্য নির্ধারিত কিছু সুইফট কোড নিম্নে উল্লেখ করা হলো :
Category-7
MT 700 : Issue of a Documentary Credit
MT 701 : Issue of a Documentary Credit (For 2nd Page)
MT 705 : Pre-Advice of a Documentary Credit
MT 707 :Amendment to a Documentary Credit
MT 710 :Advice of a Third Bank's Documentary Credit.
MT 720 : Transfer of a Documentary Credit
MT 730 :Acknowledgement
MT 734 : Advice of Refusal
MT 740 : Authorisation to Reimburse
MT 742 : Reimbursement Claim
MT 747 : Amendment to an Authorisation to Reimburse
MT 750 : Advice of Discrepancy
MT 752 : Authorisation to Pay Accept or Negotiate
MT 754 : Advice of Payment/Acceptance/Negotiation
MT 756 : Advice of Reimbursement or Payment
MT 760 : Guarantee
MT 767 : Guarantee Amendment
MT 768 : Acknowledgement of a Guarantee Message
MT 790 : Advice of Charges. Interest and Other Adjustments
MT 791 : Request for Payment of Charges, Interest and Other Expenses
MT 792 : Request for cancelation
MT 795: Queries
MT 796 : Answers
MT 799 : Free Format Message
Comments
Post a Comment