IMPORT - EXPORT IN EPZ PROCEDURE
EPZ Export & Import কিভাবে করতে হয় সংক্ষিপ্ত আলোচনা করা হলো:
আপনি Import & Export করতে গেলে BEPZA থেকে পারমিশন নেওয়া লাগবে, যা হলো Import Permit (IP)& Export Permit (EP)
কোম্পানির আইডি পাসওয়ার্ড দিয়ে BEPZA online System থেকে IP & EP নিতে হয়।
Import Permit : আপনি Import আনতে গেলে প্রথমে যা যা করতে হবে _
1. Import- Undertaking (UT) for Capital Machinery, Spare Parts.
1. Commercial Invoice
2. Packing list
3. HAWBL/HBL/AWBL (Foreign Import)
4. Delivery Challan/EXP (Domestic Import)
5. LC/SC
Export Permit : আপনি Export করতে গেলে যা যা লাগবে।
1. Export -Undertaking (UT) Depend on the Item
2. Commercial Invoice
3. Packing List
4. S/C, L/C
5. EXP (Provide Lien Bank)
6. Delivery Challan/Truck Receipt/Out Pass/Consumption Sheet
All পেপারে কোম্পানির Authority Original Seal & Sing লাগবে।
এই গুলো দিয়ে সাবমিট করলে BEPZA Verify Officer চেক করে ঠিক থাকলে Permision Officer কে দিবে, উনি Verify করে Approval দিবে তারপর আপনি Import & Export Permit পাবেন। সেটা পাওয়ার পর আপনি Goods আনা নেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা থাকবেনা, Permit copy & with all Documents গুলো আপনার C&F কে দিয়ে দিবেন, C&F, C&F এর মত Gate Pass করে নিবে।
after that cusstoms work which complete by C&F agent.
গেইটে BEPZA'R লোক আপনার গাড়ি ও কাগজ পত্র চেক করবে সব ঠিক ঠাক থাকলে আপনাকে ছেড়ে দিবে।
Next এ Sub contact Issue আরো কিছু বিষয় নিয়ে কথা সংক্ষিপ্ত আলোচনা করবো ইন'শা'আল্লাহ্।
Note : উপরের আলোচনা বিস্তারিত কারোর জানা প্রয়োজন হলে মেসেজ করতে পারেন। কাগজ পত্র Attached করা প্রয়োজন জানাবেন। সব কাগজ পত্র আমার কাছে আছে।
Comments
Post a Comment