IMPORT - EXPORT IN EPZ PROCEDURE

 EPZ Export & Import কিভাবে করতে হয় সংক্ষিপ্ত আলোচনা করা হলো:

আপনি Import & Export করতে গেলে BEPZA থেকে পারমিশন নেওয়া লাগবে, যা হলো Import Permit (IP)& Export Permit (EP)
কোম্পানির আইডি পাসওয়ার্ড দিয়ে BEPZA online System থেকে IP & EP নিতে হয়।
Import Permit : আপনি Import আনতে গেলে প্রথমে যা যা করতে হবে _
1. Import- Undertaking (UT) for Capital Machinery, Spare Parts.
1. Commercial Invoice
2. Packing list
3. HAWBL/HBL/AWBL (Foreign Import)
4. Delivery Challan/EXP (Domestic Import)
5. LC/SC
Export Permit : আপনি Export করতে গেলে যা যা লাগবে।
1. Export -Undertaking (UT) Depend on the Item
2. Commercial Invoice
3. Packing List
4. S/C, L/C
5. EXP (Provide Lien Bank)
6. Delivery Challan/Truck Receipt/Out Pass/Consumption Sheet
All পেপারে কোম্পানির Authority Original Seal & Sing লাগবে।
এই গুলো দিয়ে সাবমিট করলে BEPZA Verify Officer চেক করে ঠিক থাকলে Permision Officer কে দিবে, উনি Verify করে Approval দিবে তারপর আপনি Import & Export Permit পাবেন। সেটা পাওয়ার পর আপনি Goods আনা নেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা থাকবেনা, Permit copy & with all Documents গুলো আপনার C&F কে দিয়ে দিবেন, C&F, C&F এর মত Gate Pass করে নিবে।
after that cusstoms work which complete by C&F agent.
গেইটে BEPZA'R লোক আপনার গাড়ি ও কাগজ পত্র চেক করবে সব ঠিক ঠাক থাকলে আপনাকে ছেড়ে দিবে।
Next এ Sub contact Issue আরো কিছু বিষয় নিয়ে কথা সংক্ষিপ্ত আলোচনা করবো ইন'শা'আল্লাহ্।
Note : উপরের আলোচনা বিস্তারিত কারোর জানা প্রয়োজন হলে মেসেজ করতে পারেন। কাগজ পত্র Attached করা প্রয়োজন জানাবেন। সব কাগজ পত্র আমার কাছে আছে।

Comments

Popular posts from this blog

H.S Code Vs Export and Import

Definition of Letter of Credit

BGMEA LICENSE RENEWAL REQUIRED DOCUMENTS LIST