বিদেশে শিপমেন্টের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে নীচের প্রধান ডকুমেন্টগুলো মোস্তফা লাগে। এগুলো ব্যবসার ধরন, পণ্যের স্পেসিফিকেশন ও গন্তব্য অনুযায়ী সামান্য পরিবর্তিত হতে পারে। ১. রেজিস্ট্রেশন ও কর্পোরেট ডকুমেন্টস Export Registration Certificate (ERC) রপ্তানি নিয়ন্ত্রণকারী সংস্থা (EPB) থেকে ইস্যুকৃত রপ্তানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ব্যবসার ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত ট্রেড লাইসেন্স। ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (TIN) জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রাপ্ত কর সনদ। ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট সচল ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টের সাম্প্রতিক বিবরণী। ২. বাণিজ্যিক ডকুমেন্টস Proforma Invoice প্রি-শিপমেন্ট মূল্য নির্ধারণ ও শর্তাবলী উল্লেখ করে ক্রেতাকে পাঠানো প্রস্তাবনামা। Commercial Invoice চূড়ান্ত পণ্যের বিবরণ, মুল্য, পরিমাণ ও শিপমেন্ট শর্তাবলী উল্লেখ করে ইস্যুকৃত ...