Posts

Showing posts from March, 2023

বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স কি?

  একজন কমার্শিয়াল হিসেবে যা জানা আবশ্যক। ১) প্রশ্নঃ বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স কি? উত্তরঃ বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সিং বিধিমালা ২০০৮ ও কাস্টমস এক্ট ১৯৬৯ এর ধারা ১২/১৩ অনুযায়ী কোন প্রতিষ্ঠানকে যখন নিদিষ্ট ফর্মে যে লাইসেন্স দেয়া হয় সেটি বন্ড লাইসেন্স। উল্লেখ্য এ বন্ড লাইসেন্সের আওতায় কাচামাল আপনি শুল্কমুক্ত ভাবে আমদানি করবেন এবং তা দিয়ে উৎপাদিত পন্য পুনরায় রপ্তানি করবেন। (২) প্রশ্নঃবন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সের জন্য আবেদনের সাথে কি কি দলিলাদি দাখিল করতে হয়? উত্তরঃ বন্ড লাইসেন্সের আবেদনের সাথে যে সকল দলিলাদি দাখিল করতে হয় তা ২৬/২৭ প্রকার, তবে জরুরি গুলো নিম্নরুপঃ (ক) লাইসেন্স সংযুক্ত ডাটা ফর্ম পূরণ; (খ) বিনিয়োগ বোর্ড,বিসিক,বস্ত্র প্রত্যায়ন পত্র; (গ) ট্রেড,IRC,ERC, VAT,TIN, NID সনদপত্র; (ঘ) Memorandum of Articles ; (ঙ) Tax Return + IT10B; (চ) পরিবেশ,বয়লার সনদপত্র(প্রযোজ্য ক্ষেত্রে); (ছ) বিদ্যুৎ,গ্যাস বিল; (জ) ফায়ার সনদ, সমিতির সুপারিশ করে কমিশনার বরাবর পত্র; (ঝ) বাড়ী ভাড়া চুক্তি/ নিজস্ব জমির দলিল; (ঞ) জেনারেল বন্ড সক্ষমতা আছে লিয়েন ব্যংকের প্রত্যায়ন; (ট) ৫০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম...